গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু নেই, নতুন আক্রান্ত ২৬২ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২১, ৬:৫৯:৪৪ অপরাহ্ন
সিলেট অফিস : আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত কারো মৃত্যু হয়নি। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমে আসার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো মৃত্যুহীন দিন পার করলো বাংলাদেশ।
তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৬২ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ২৬২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ায় দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জনে। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৬ জনের।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ২১ হাজার ৪৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ।