যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু আরও ১৪৩৮, নতুন আক্রান্ত ১ লক্ষ ৬ হাজার ৮৭৬
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২১, ১২:২৪:৫১ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে আরও ১৪৩৮ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ইণ্ডিয়ানা রাজ্যে, ১১৯ জন মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা হলো ৮ লক্ষ ৩ হাজার ৪৫ জন।
এ সময়ে নতুন আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৬ হাজার ৮৭৬ জন। ফলে যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্ত দাঁড়ালো ৪ কোটি ৯৪ লক্ষ ২৮ হাজার ৯১৩ জন।
বর্তমানে দেশটিতে কোভিড আক্রান্ত রয়েছেন ৯৪ লক্ষ ১৯ হাজার ৯৬৬ জন। যুক্তরাষ্ট্রে গতকাল পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭৫ কোটি ৩৯ লক্ষ ৯৩ হাজার ৩৬৯ জনের শরীর। তথ্যসূত্র : ওয়ার্ল্ডোমিটার