বিদেশী ওমরা পালনকারীদের বয়সসীমা ১৮-৫০
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২১, ৮:০৬:৫৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : সৌদি আরব ১৮ থেকে ৫০ বছরের বিদেশীদের ওমরা ও হজ পালন করার অনুমতি দিয়েছে। যে সকল মুসলিমদের বয়স এ সীমারেখার মধ্যে একমাত্র তারাই ওমরা হজ পালনের সুযোগ পাবেন। এমন সংবাদ প্রকাশ করেছে গালফ নিউজ।
সৌদি আরবের ওমরা ও হজ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরা হজ পালন করার জন্য ভ্রমণের আগে বিদেশীদেরকে সৌদি কর্তৃপক্ষের অনুমোদিত করোনার পূর্ণ ভ্যাকসিন নিতে হবে। বিদেশীদের করোনা ভ্যাকসিন নেয়ার এ তথ্য সরকারিভাবে স্বীকৃত হতে হবে। এরপর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইলেকট্রনিক এন্ট্রি ভিসা সরবরাহ করা হবে।
বর্তমানে সৌদি আরবের ওমরা ও হজ মন্ত্রণালয় বিদেশীদের ওমরা হজ পালন করা সুযোগ দিয়ে একটি সেবা কার্যক্রম চালু করেছে। এ সেবা কার্যক্রমের আওতায় বিদেশী ওমরা হজ পালনকারীরা মক্কার মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ইবাদতের অনুমতি পাবেন। সৌদি ওমরা ও হজ্জ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইটমার্না ও তাওয়াক্কলনা স্বাস্থ্য অ্যাপ চালু করা হয়েছে। এ অ্যাপের মাধ্যমে বিদেশী ওমরা হজ পালনকারীরা এ সংক্রান্ত সকল সেবা পাবেন।




