যুক্তরাজ্যে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৫৭, নতুন আক্রান্ত ৪৪,২৪২
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২১, ১০:০৮:৪১ অপরাহ্ন
অনুপম ডেস্ক: যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭১৬ জনে।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৪২ জন। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ৯৭ লাখ ৬৬ হাজার ১৫৩ জন।
বৃহস্পতিবার করোনায় দেশটিতে ১৯৯ জনের মৃত্যু হয়েছিল। আক্রান্ত ছিল ৪৬ হাজার ৮০৭ ।
যুক্তরাজ্যে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৭০ লাখ ৭ হাজার ৯৫৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৬১ লাখ ৮ হাজার ৬০৮ জন।