ব্রিটেনে এ লেভেল পরীক্ষায় সিলেটের ছাত্রীর কৃতিত্ব
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২১, ৮:২৮:৩৯ অপরাহ্ন
লণ্ডন অফিস : যুক্তরাজ্যের ডি মনফোর্ট ইউনিভার্সিটি অব লেস্টার থেকে একাউন্টিং এন্ড বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় সব বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম ক্লাসে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন সিলেটের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামের মেয়ে রিমা বেগম।
গত ১৫ জুলাই এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল ১৮ নভেম্বর বিকেল দুটায় লেস্টারের DE MONFORT UNIVERSITY থেকে গ্রাজুয়েশন প্রদান করা হয়। রিমা ব্যাচেলর অফ আর্টস (অনার্স ) উইথ প্লেসমেন্ট একাউন্টেন্ট অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট এ প্রথম ক্লাসে অসামান্য কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
রিমা বেগম জগন্নাথপুর উপজেলার ৩ নং মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের রুকন মিয়া ও সিতারা বেগমের বড় মেয়ে। তার পরিবার যুক্তরাজ্যের লেস্টার সিটিতে দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসবাস করছেন।
রিমা তার এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তার সকল শিক্ষক, শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের নিবিড় তদারকি এবং সর্বোপরি তার মায়ের অক্লান্ত পরিশ্রম ও মামার উৎসাহ, অনুপ্রেরণা তার এ সফলতায় বিরাট ভূমিকা রেখেছে বলে সে এক প্রতিক্রিয়ায় জানায়।
সে SATS ও GCSE পরীক্ষায় লেস্টার সিটিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। সে ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চায়।