মালয়েশিয়ায় কর্মীদের কল্যাণ নিশ্চিতে হাইকমিশন ও সকসো’র অঙ্গীকার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২১, ১১:৩৮:৩০ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া : মালয়েশিয়ার সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশন (সকসো)-র কর্মকর্তারা বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ারের সাথে বৈঠক করেছেন। ১৮ নভেম্বর বুধবার সকাল ১১ টায় মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে পারকেসু ভবনে এ বৈঠক অনুষ্টিত হয়।
বৈঠকে বাংলাদেশ হাইকমিশনের পক্ষে হাইকমিশনার মোঃ গোলাম সারোয়ার এর সাথে শ্রমকল্যাণ উইংয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের পক্ষে সিইও দাতুশ্রী ড. মোহাম্মেদ আজমান বিন দাতু আজিজ মোহাম্মেদের সাথে ডেপুটি সিইও জন রিবা আনাক মারিন, পরিচালক হারিরি বিন হারুনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সামাজিক নিরাপত্তা বৃদ্ধিতে সকসো কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে সকসো এর সিইও অবহিত করেন। তিনি জানান, ২০১৯ সাল থেক এ পর্যন্ত ৫,০৬,১৬৩ জন বাংলাদেশি কর্মী সকসো এর মেম্বারশীপ লাভ করেছেন। এ পর্যন্ত অস্থায়ী অক্ষমতাবরনকারী ৩১৭৮ জনকে ৮ কোটি ৮১ লাখ টাকা, স্থায়ী পঙ্গুত্ব বরণকারী ৬৮ জনকে ৪ কোটি ২১ লাখ টাকা, ২১৯টি মৃতদেহ প্রেরণ বাবদ ২ কোটি ২লাখ ৬৪ হাজার টাকা প্রদান করা হয়েছে। মার্চ ২০২১ থেকে ৩১ অক্টোবর ২০২১ পর্যন্ত কর্মক্ষেত্রে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৮৫০ জনকে ৯৮ লাখ ৯৭ হাজার টাকার সমপরিমাণ অর্থ সুবিধা প্রদান করা হয়েছে।
বাংলাদেশি কর্মীদের সামাজিক নিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত উভয় দেশের মধ্যে সহযোগিতা চুক্তি সাক্ষর, দুর্ঘটনা জনিত কারনে মৃত্যবরনারী কর্মীদের পরিবারকে সকসো এর সুবিধা দ্রুত পৌছে দেওয়ার প্রক্রিয়াকে বেগবান করা, সকসো এর সাথে বাংলাদেশ হাইকমিশনসহ বাংলাদেশের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রয়োজনীয় তথ্যাদি বিনিময় সংক্রান্ত বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
বাংলাদেশি কর্মীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশন ও সকসো এক যোগে কাজ করতে অংগীকার করে। যে সকল বাংলাদেশি কর্মী এখনো সকসো এর সদস্যপদ লাভ করেননি তাদেরকে দ্রুত সদস্যপদ গ্রহণ করতে আহবান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন ।


