ব্রিটিশ যুদ্ধবিমান এফ৩৫ বিধ্বস্ত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২১, ১:৩৭:২৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরে ব্রিটেনের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর দিয়েছে সিএনএন। এতে বলা হয়, বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বৃটেনের পতাকাবাহী যুদ্ধজাহাজ এইচএমএস কুইন এলিজাবেথ থেকে উড়ার পর এফ৩৫ বিধ্বস্ত হয়েছে। তবে এর পাইলট তার আগেই বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। তিনি নিরাপদে জাহাজে ফিরতে সক্ষম হয়েছেন। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
আসলে কি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাত মাসের বেশি দায়িত্ব পালন শেষে এই যুদ্ধবিমানটি ব্রিটেন ফিরছিল। তখনই এ ঘটনা ঘটে।
এতে কোনো শত্রুপক্ষ জড়িত বলে মনে করা হচ্ছে না। কারণ, ঘটনাটি ঘটেছে আন্তর্জাতিক জলসীমায়। এই যুদ্ধ বিমানটির মূল্য প্রায় ১০ কোটি পাউন্ড। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থান সম্পর্কে ধারণা করা হলেও, শনাক্ত করা যায়নি। স্থানীয় মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে, প্রযুক্তিগত বা মানব সৃষ্ট কোনো কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে- এমনটা মনে করে তদন্ত চলছে।