লিভারপুল বিস্ফোরণ : জঙ্গি হামলা বলছে ব্রিটিশ পুলিশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২১, ৯:৩০:০৭ অপরাহ্ন
ট্যাক্সির ড্রাইভার ডেভিড প্যারি সবাইকে আরও ভয়াবহ কিছু ঘটার হাত থেকে বাঁচিয়েছেন। লিভারপুলের মেয়র জোয়ানে এন্ডারসন এই ট্যাক্সিচালককে নায়ক বলে অভিহিত করেছেন
লণ্ডন অফিস : ব্রিটেনের লিভারপুলে স্থানীয় সময় রোববার (১৪ নভেম্বর) সকালে একটি ট্যাক্সিক্যাবে বিস্ফোরণের ঘটনাকে জঙ্গি হামলা বলে ঘোষণা করেছে দেশটির পুলিশ। লিভারপুলের উইমেন্স হাসপাতালের পাশে ঘটে এ ঘটনা।
জানা যায়, ট্যাক্সির ড্রাইভার ডেভিড প্যারি সবাইকে আরও ভয়াবহ কিছু ঘটার হাত থেকে বাঁচিয়েছেন। লিভারপুলের মেয়র জোয়ানে এন্ডারসন এই ট্যাক্সিচালককে নায়ক বলে অভিহিত করেছেন। এ ঘটনায় নগরীর চারজনকে আটক করা হয়েছে। হামলার উদ্দেশ্য এখনও বোঝা যায়নি।
জানা গেছে, বিস্ফোরণ ঘটার মাত্র এক মিনিট আগে এক যাত্রী তুলে হাসপাতাল থেকে বেরোয় ট্যাক্সিটি। এরপর সামান্য এগিয়েই ড্রাইভার ডেভিড গাড়ি থেকে নেমে দরজা আটকে দেন। এরপরই বিস্ফোরণ ঘটে। প্যাসেঞ্জার গাড়িতেই মারা যান, তাকে এখনো শনাক্ত করা যায়নি। ট্যাক্সিচালকও এখন আহত অবস্থায় হাসপাতালে আছেন।