ইরানে দু’বার শক্তিশালী ভূমিকম্প, কেঁপে ওঠে বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার, আরব আমিরাত, পাকিস্তান ও আফগানিস্তান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২১, ১১:০৬:৫৯ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : ইরানে পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। রোববার বিকেলে ইরানের দক্ষিণাঞ্চলে বন্দর আব্বাসের কাছে ভূমিকম্প দুইটি আঘাত হানে।
ইরানের এ ৬ দশমিক ৩ এবং ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্পে কেঁপে ওঠে বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার, আরব আমিরাত, পাকিস্তান ও আফগানিস্তান।
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ঘটনার সময় ঐ এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পলিয়ে যেতে বাধ্য হয় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, বিদ্যুতের খুঁটি পড়ে একজনের মৃত্যু হয়েছে।




