ড্যানির কারাদণ্ড : নিরপরাধ ব্যক্তিকে অন্যায় শাস্তি— যুক্তরাষ্ট্র
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২১, ১১:৫৭:১৫ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক : মিয়ানমারের সামরিক আদালত গতকাল আমেরিকান সাংবাদিক ড্যানি ফেনস্টারকে ১১ বছরের কারাদণ্ড দেয়ায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলেছে- “রায়টি একজন নিরপরাধ ব্যক্তিকে অন্যায় শাস্তি দেয়া হয়েছে।’’ ডিপার্টমেন্টের মুখপাত্র ইমেইলে বার্তা দিয়েছেন- “আমরা ড্যানির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং তার অবিলম্বে মুক্তির জন্য কাজ চালিয়ে যাব।”
উল্লেখ্য, সামরিক অভ্যুত্থানের পরে বিক্ষোভ ও ধর্মঘট শুরু হওয়ার পরে মিয়ানমারে আটক কয়েক ডজন সাংবাদিকের মধ্যে আমেরিকান রয়েছেন। মিয়ানমারের সামরিক জান্তা মনে করে স্বাধীন গণমাধ্যম জান্তার বিরুদ্ধে উসকানি দিচ্ছে।
মিয়ানমারে পাঁচ মাসেরও বেশি সময় ধরে আটক এ মার্কিন সাংবাদিক ইয়াঙ্গুনভিত্তিক অনলাইন নিউজ ম্যাগাজিন ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক।
এ সপ্তাহের গোড়ায় তার বিরুদ্ধে আরও দুটি অতিরিক্ত অভিযোগ আনা হয়েছে- একটি রাষ্ট্রদ্রোহিতা এবং অন্যটি সন্ত্রাসবাদের। এই দুটি অভিযোগে দোষী প্রমাণিত হলে তার সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড। নতুন দুটি অভিযোগের বিচার শুরু হবে ১৬ নভেম্বর ৩৭-বছর বয়সী ড্যানি ফেনস্টারের।
চলতি বছরের মে মাসে তাকে ইয়াঙুন আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়। মিয়ানমারে ফেব্রুয়ারি মাসের সামরিক অভ্যুত্থানের পর আটক কয়েক ডজন স্থানীয় সাংবাদিকদের মধ্যে তিনি একজন।
জাতিসংঘের তথ্য মতে, অভ্যুত্থানের পর থেকে বিক্ষোভে ১২ শ’র বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং হাজার হাজারকে আটক করা হয়েছে।