বড়লেখায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ৯৪তম উপশাখার উদ্বোধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২১, ৯:৪৯:০৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ৯৪তম উপশাখা আজ ১১ নভেম্বর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজারে উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে ব্যাংকের দাসের বাজার উপশাখায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মোহাম্মদ ফজলুর রহমান দাসের বাজার উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এস আইবিএল বড়লেখা শাখার ব্যবস্থাপক নিজামুল হকের সভাপতিত্বে ও ব্যাংকার কাওসার আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দাসের বাজার উপশাখার ইনচার্জ মোজাম্মেল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। দাসের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমর উদ্দিন, ডাক্তার দিগেন্দ্র চন্দ্র নাথ, আসন্ন নির্বাচনে দাসের বাজার ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান, সাংবাদিক সুলতান আহমদ খলিল, শিক্ষক লোকমান আহমদ, ইউপি সদস্য মনির আহমেদ প্রমুখ।
এছাড়াও দাসের বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি বাবু দিবা রঞ্জন দাস, নিরাপদ সড়ক চাই বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মোহাম্মদ ফজলুর রহমান বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড শরীআহ ভিত্তিক পরিচালিত দেশের অন্যতম একটি ব্যাংক। তিনি বলেন, এই ব্যাংক দেশের সর্বস্তরের জনগোষ্ঠীকে শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, এটিএম বুথ, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ ইত্যাদির মাধ্যমে ব্যাকিং সেবা প্রদান করছে।
এরই ধারাবাহিকতায় দাসের বাজারে ৯৪ তম উপশাখাটি খোলা হল। তিনি আশা করেন, গ্রাহকরা আধুনিক প্রযুক্তি নির্ভর সব ব্যাংকিং সেবা এই উপশাখার মাধ্যমেই নিতে পারবেন।