বড়লেখায় নানা আয়োজনে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২১, ৯:৩৭:০৬ অপরাহ্ন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনি’র নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যাত্রা শুরু হয়। সংগঠনটি আজ ৫০ বছরে পদার্পণ করেছে।
আজ ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় সকাল সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও স্বাধীনতা পরবর্তী সময়ে সকল সাবেক যুবনেতাদের সংবর্ধনা প্রধান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের শহীদ মিনার প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলন শেষে কেক কাটা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক কামাল হোসেন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সায়ফুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মকবুল হোসেন নীল, প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জায়েদ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আছকর আলী, পৌর যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নোমান আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদসহ যুবলীগের বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মীবৃন্দ।
এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অতিথিবৃন্দ স্বাধীনতা পরবর্তী সময়ে উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুবনেতাদের সম্মাননা স্মারক প্রদান করেন।