দুদক শক্তিশালী হচ্ছে, নতুন ভবন, জনবল দ্বিগুণ, আরও ১৪ জেলায় অফিস
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২১, ৯:৪৬:০৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের জন্য বহুতলবিশিষ্ট ভবন নির্মাণ করা হবে। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান প্রধান কার্যালয়টিই ভেঙে তা নির্মাণ করা হবে। পাশাপাশি কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে রাজধানীর আগারগাঁওয়ে একটি নিজস্ব বিশেষায়িত প্রশিক্ষণ ইনস্টিটিউট করা হচ্ছে।
দুদকের বহুতল ভবন নির্মাণ করতে ‘ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি)’ প্রণয়ন করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ ছাড়া প্রতিষ্ঠানটির আগের সাংগঠনিক কাঠামো সংশোধন করে ১ হাজার ২৬৪ জনবল থেকে বাড়িয়ে ২ হাজার ১৪৬ করা হয়েছে, যা আগের প্রায় দ্বিগুণ।
পাশাপাশি চলমান ২২টি সমন্বিত জেলা কার্যালয়ের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে আরও ১৪ জেলায় অফিস। প্রতিটি অফিসের অধীন থাকছে একাধিক জেলা। ফলে প্রধান কার্যালয়ের বহুতল ভবনে মাথা উঁচু করে দুদক সারা দেশে আরও শক্তিশালী রূপে কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে।
উল্লিখিত বিষয়ের সত্যতা নিশ্চিত করে দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান গতকাল একটি গণমাধ্যমকে বলেন, ‘দুদকের আগের জনবলের তুলনায় প্রায় দ্বিগুণ করে ২০১৮ সালে জনবল কাঠামো সংশোধন করা হয়েছে। যেহেতু জনবল বেড়েছে তাই অফিসের অবকাঠামোও বাড়াতে হবে। দুদকের কাজের ধরন ও স্থান-কাল বিবেচনায় বর্তমান প্রধান কার্যালয়ের জায়গায় বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে রাজধানীর আগারগাঁওয়ে একটি নিজস্ব বিশেষায়িত প্রশিক্ষণ ইনস্টিটিউট করার সিদ্ধান্ত হয়েছে। দুদক যেহেতু জনগণের সেবাদানকারী প্রতিষ্ঠান তাই মানুষের অভিযোগ শুনতে হবে। সাধারণ মানুষ যাতে অভিযোগ দিতে পারে তেমন পরিবেশও তৈরি করতে হবে। এ কারণে ২২ সমন্বিত জেলা কার্যালয়ের সঙ্গে আরও ১৪ জেলায় সমন্বিত কার্যালয় চালু করা হচ্ছে। দুদককে শক্তিশালী করতেই মূলত এসব সিদ্ধান্ত। সরকারের সহযোগিতা পেলে দুই বছরের মধ্যে প্রয়োজনীয়সংখ্যক জনবল নিয়ে দুদক পূর্ণোদ্যমে কার্যক্রম পরিচালনা করবে।’




