প্রশ্নপত্র ফাঁস : ৬০ কোটি লেনদেন, সরকারি ব্যাংকের কর্মকর্তারা জড়িত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২১, ১:২০:১৬ অপরাহ্ন
যারা চাহিদামতো টাকা দিতে পেরেছে কেবল তাদেরই পরীক্ষার আগে চক্রের নির্ধারিত গোপন বুথে নিয়ে প্রশ্নের উত্তর মুখস্থ করানো হতো।
অনুপম নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের অধীনে বিভিন্ন সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন তথ্য পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আর এই প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত রয়েছে খোদ সরকারি ব্যাংকের কর্মকর্তারা।
তাদের সহযোগিতা করেছেন সরকারি ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এইউএসটি) একজন। কারণ এই প্রতিষ্ঠানটি প্রতিবছর টেন্ডারের মাধ্যমে প্রশ্নপত্র প্রণয়ন ও ব্যবস্থাপনার দায়িত্ব বাগিয়ে নেয়।
ডিবি জানিয়েছে, চক্রটি পরীক্ষার্থীদের কাছে উত্তরসহ প্রশ্নপত্র ৫ থেকে ১৫ লাখ টাকায় বিক্রি করেছে। যারা চাহিদামতো টাকা দিতে পেরেছে কেবল তাদেরই পরীক্ষার আগে চক্রের নির্ধারিত গোপন বুথে নিয়ে প্রশ্নের উত্তর মুখস্থ করানো হতো। পরে এসব পরীক্ষার্থী মূল পরীক্ষায় অংশগ্রহণ করে ৬০ থেকে ৭০ ভাগ প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছে। টাকার বিনিময়ে প্রশ্ন ও উত্তর পেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এমন দুই শতাধিক শিক্ষার্থীর তালিকা পেয়েছে ডিবি।
এ ছাড়া চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আরও সহস্রাধিক পরীক্ষার্থীকে প্রশ্নপত্র ও উত্তর দিয়েছে। এসব অভিযোগে ডিবির তেজগাঁও ডিভিশন এই চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো-মোক্তারুজ্জামান রয়েল, শামসুল হক শ্যামল, জানে আলম মিলন, মোস্তাফিজুর রহমান মিলন ও রাইসুল ইসলাম স্বপন। এই পাঁচজনের তিনজন বিভিন্ন সরকারি ব্যাংকে কর্মরত। প্রশ্ন ফাঁসের মাধ্যমে এই চক্রটি এখন পর্যন্ত ৬০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।




