রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের নেতৃবৃন্দের সঙ্গে হাবিবুর রহমান হাবিব এমপির বৈঠক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২১, ৭:১৭:৩২ অপরাহ্ন
লণ্ডন অফিস : রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের নেতৃবৃন্দ সিলেট-৩ আসনের (ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও ওসমানী নগর) এমপি হাবিবুর রহমান হাবিবের সঙ্গে গতকাল শুক্রবার রাতে এক সৌজন্য বৈঠকে মিলিত হন। এমপি হাবিব গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে (কপ ২৬) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যুক্তরাজ্য এসেছেন।
গতকাল শুক্রবার রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) নেতাদের সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হন। সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বৈঠকে উপস্থিত আরসিটি সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ দ্রুত অগ্রসর হচ্ছে এবং ২০৪১ সালের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ দেশের মর্যাদা লাভ করবে। হাবিবুর রহমান হাবিব সময়ের অভাবে তার সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, অদূর ভবিষ্যতে তিনি অবশ্যই সময় নিয়ে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
জনাব হাবিবুর রহমান হাবিবকে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়। উল্লেখ্য, হাবিবুর রহমান হাবিব রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের নির্বাহী কমিটির একজন সিনিয়র সদস্য। পরে তিনি একটি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। নিউবেরি পার্ক মসজিদের ইমাম মোহাম্মদ মিকদাদ দোয়া মাহফিল পরিচালনা করেন।
আরসিটির এই সৌজন্য সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এবং চার্চ ফিল্ড ওয়ার্ডে লিবডেমের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর ফানু মিয়া, কোষাধ্যক্ষ আনোয়ার উদ্দিন, আফসার হোসেন এনাম, শাহীন চৌধুরী, মারুফ, মোহাম্মদ আবু, জামাল, আহমেদ নেসার, আবুল কালাম প্রমূখ।-বিজ্ঞপ্তি