বড়লেখায় নিসচার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২১, ১১:৩৯:৫৮ অপরাহ্ন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : ‘গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি’ এ প্রতিপ্রাদ্য নিয়ে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষে, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়েছে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাসব্যাপী মুমূর্ষু, রক্তশূন্যতা, সিজারিয়ান ও থ্যালাসেমিয়া রোগীদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার ৮ জন সদস্য।
অক্টোবর মাসের শুরুতেই উপজেলার সরকারি ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহমান (বি নেগেটিভ), যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল (এ পজেটিভ), যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম (বি পজেটিভ), সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম (এ পজেটিভ), কার্যনির্বাহী সদস্য রহিমা বেগম (এ পজেটিভ), হাফিজুর রহমান জিল্লুরের বোন রোকেয়া আক্তার (ও পজেটিভ), আব্দুস সবুর (এ পজেটিভ) এবং জাফর আহমদ (ও পজেটিভ) স্বেচ্ছায় মাসব্যাপী রক্তদান কর্মসূচি সম্পন্ন করেন।
মাসব্যাপী কর্মসূচি স্বেচ্ছায় রক্তদানকালে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন, দপ্তর সম্পাদক রাসেল আহমদ, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রোকসানা বেগম, হাফিজুর রহমান জিল্লুর, মোহাম্মদ দেলোয়ারসহ প্রমুখ।
উল্লেখ্য, জাতীয় নিরাপদ দিবস-২০২১ উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখা অক্টোবর মাসব্যাপী নানাবিধ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে। কর্মসূচির মধ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আজ (৩১ অক্টোবর) সম্পন্ন হয়েছে এবং অন্যান্য জনসচেতনতামূলক কর্মসূচি চলমান রয়েছে।