১ নভেম্বর থেকে ব্রিটেনের লাল তালিকায় কোনো দেশ থাকবে না
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২১, ৪:৩৮:৩০ অপরাহ্ন
ওয়েস্টমিনিস্টারের শীর্ষে ব্রিটিশ সাফল্যের প্রতীক ঘড়ি বিগ বেন
লণ্ডন অফিস : আগামী ১ নভেম্বর সোমবার ভোর ৪টা থেকে ব্রিটেনের লাল তালিকায় কোন দেশ থাকবে না। ওই তারিখে লাল তালিকায় থাকা ৭ দেশ তালিকামুক্ত করা হবে। কোন দেশের জন্য আর কোয়ারেন্টাইন বাধ্যতামূলক থাকবে না ১ নভেম্বর থেকে। তবে সরকারি নিয়মনীতি মেনে চলতে হবে।
৭টি দেশ হলো, কলম্বিয়া, পেরু, পানামা, ডোমিনিকান রিপাবলিক, হাইতি, ভেনিজুয়েলা এবং ইকুয়েডর। এসব দেশের যাত্রীরা আর ১০ দিনের জন্যে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে না।
তবে দেশটির স্বাস্থ্য অধিদফতর বলেছে, সিস্টেমটি শেষ হয়ে গেছে তা বলা যাবে না। সংক্রমণ বাড়লে একটি দেশকে তালিকায় আবার যুক্ত করা হতে পারে।
ব্রিটেনে কভিড-১৯ মহামারিতে বিভিন্ন দেশে আক্রান্ত, মৃত্যুর উপর নির্ভর করে সিগনাল লাইট সিস্টেমে লাল, আম্বার এবং সবুজ তালিকায় ভাগ করা হয় বিভিন্ন দেশের যাত্রীদের। লাল তালিকার দেশের যাত্রীদের ব্রিটেনে প্রবেশ করলেই ১০ দিন কিম্বা ১৪ দিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হতো নিজ খরচে। দিতে হয়েছে £১৭০০ পাউন্ড থেকে £২২৮৫ পাউন্ড।
করোনাভাইরাসের আক্রান্ত নিয়ন্ত্রণ আসায় ধীরে ধীরে সেই লাল তালিকা তুলে নেওয়া হয়েছে। সেই সাথে কোভিড ভ্রমণের লাল তালিকায় থাকা বাকি সাতটি দেশকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট সাপস বলেন, “কভিড-১৯ নিয়ন্ত্রণে আসায় সারা বিশ্ব এখন ভ্রমনের জন্য উন্মুক্ত করা হলো। আগামী সোমবার থেকে লাল তালিকা থাকবেনা”।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২ লাখের বেশি মানুষ হোটেলে কোয়ারেন্টাইনে থেকেছেন।