লণ্ডন বাংলা প্রেসক্লাবের মিডিয়া কাপ ফুটবল সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২১, ৭:৫৪:৩১ অপরাহ্ন
মো: রেজাউল করিম মৃধা, লণ্ডন : লণ্ডন বাংলা প্রেসক্লাব আয়োজিত মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল রোববার ২৪ অক্টোবর দুপুর ১২টা থেকে মাইলএন্ড স্টেডিয়ামের মিনি ফুটবল পীচে অনুষ্ঠিত হয়। সিক্স এ সাইট ফুটবল টুর্নামেন্টে ১০ টিমের খেলায় টানা দ্বিতীবারের মত চ্যাম্পিয়ন হয়েছে ওয়ান বাংলা ইউনাইটেড। রানার্সআপ হয়েছে আবাহনী।
ফিফটি এক্টিভ ক্লাবের সার্বিক সহযোগিতায় সিক্স এ সাইট ফুটবল টুর্নামেন্টে ৯টি দল অংশ নেয়। দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রথম রাউন্ড শেষে সেমিফাইনালে চ্যানেল এস-কে ট্রাইব্রেকারে পরাজিত করে ফাইনালে যায় ওয়ান বাংলা ইউনাইটেয। অন্যদিকে আবাহনী ২-০ এলবি২৪-কে পরাজিত করে ফাইনালে পৌছায়। ফাইনাল খেলায় ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় ওয়ান বাংলা ইউনাইটেড।
খেলা শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ পর্ব। ইভেন্ট সেক্রেটারী মো: রেজাউল করিম মৃধার পরিচালনায় ও ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন, শুভেচ্ছা ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, ট্রেজারার আ স ম মাসুম ফিফটি এক্টিভ ক্লাবের সভাপতি দৌলত খান বাবুল, সাধারণ সম্পাদক আনফর আলী।
শুরুতেই লণ্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের স্পন্সর গ্রামীণ লিংক, মিন্ট ক্যাটারার্স, সোনারগাঁও রেস্টুরেন্ট, বার্কিং ফিস বাজার ও লিজেন্ড এক্সপ্রেসের পৃষ্ঠপোষকদের মেডেল উপহার দেওয়া হয়।
এরপর আসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার পালা। টুর্নামেন্ট সেরা খেলোয়ার ওয়ান বাংলার গোলকিপার জাকির হোসেন। সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন বাহার উদ্দিন। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ।