বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২১, ২:০৩:৪৮ অপরাহ্ন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখার সকলের অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সাবেক বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদ উদ্দিন (বটল) আজ ২৫ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আসাদ উদ্দিন বটল অবিভক্ত বড়লেখা-জুড়ীর উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করায় জনপ্রিয় হয়ে ওঠেন। সততা, সাদাসিধা জীবনযাত্রা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে তিনি ছিলেন অনন্য।
পরবর্তীতে তিনি আমেরিকা চলে যান। সেখানেই জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।