ব্রিটেনে অতি সংক্রামক ডেল্টা প্লাস আক্রান্ত বাড়ছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২১, ৩:২৭:০৩ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক, লণ্ডন অফিস : ডেল্টা প্লাস নামে করোনার নতুন এক ধরনের সংক্রমণের কথা জানিয়েছেন ব্রিটেনের গবেষকরা। দ্রুতগতিতে ছড়িয়ে পড়া করোনার অতি সংক্রামক পরিবর্তিত ধরন ডেল্টাকে পেছনে ফেলেছে এই ধরনটিরই উপপ্রজাতি ডেল্টা প্লাস।
ব্রিটেনের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (হেলথ সিকিউরিটি এজেন্সি ইউকেএইচএসএ) ডেল্টা প্লাস কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তা নিয়ে গবেষণা চালাচ্ছে। ব্রিটেনের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীদের ৬ শতাংশ ডেল্টা প্লাসে আক্রান্ত।
শনিবার এক প্রতিবেদনে বিবিসি-ও জানিয়েছে, ব্রিটেনে এ পর্যন্ত করোনার ডেল্টা ধরনেই বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তবে ডেল্টা প্লাস অথবা এওয়াই.ফোর.টু ধরনের সংক্রমণও বাড়ছে সেখানে।
এক বিবৃতিতে ইউকেএইচএসএ জানিয়েছে, গত কয়েক মাস ধরে যুক্তরাজ্যে এই উপপ্রজাতিটির সংক্রমণের উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। আমাদের কাছে থাকা তথ্য-প্রমাণ বলছে, অদূর ভবিষ্যতে ডেল্টার মতো ডেল্টা প্লাসে আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়বে দেশে।
তবে ডেল্টার এই উপপ্রজাতিটি মানবদেহে করোনার অন্যান্য পরিবর্তনের তুলনায় অতিরিক্ত অসুস্থতা তৈরিতে সক্ষম, কিংবা বর্তমানে বাজারে সুলভ করোনা টিকাগুলো ডেল্টা প্লাসে অকার্যকর- এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।