মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশিসহ ২১৩ অভিবাসী আটক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২১, ৩:৫২:১২ অপরাহ্ন
মালয়েশিয়া প্ৰতিনিধি: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১৭২ বাংলাদেশিসহ ২১৩ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
বুধবার ২০ অক্টোবর শহরের সেতাপাকের ওয়াংসা মাজুতে একটি নির্মাণস্থলে অভিবাসন বিভাগ (জেআইএম) রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন), মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) এর সহযোগিতায় জেআইএম পরিচালিত যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে প্রথমে ২৫৪ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়। পরে তাদের কাগজপত্র যাচাই শেষে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ২১৩ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।
আটকদের মধ্যে ১৭২ জন বাংলাদেশি, ২০ জন ইন্দোনেশিয়ান, ১০ জন পাকিস্তানি, ছয়জন ভিয়েতনামি, তিনজন ভারতীয় ও দুইজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। এদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।