গত একদিনও সিলেটে করোনায় মৃত্যুহীন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২১, ৩:২০:৪২ অপরাহ্ন
সিলেট অফিস : গত চব্বিশ ঘন্টায়ও সিলেটে করোনায় কেউ মারা যাননি। গত জুলাই মাসে করোনা রোগির জন্যে বেড সংকট ছিল। এখন হাসপাতালে খালি বেড অনেক। করোনারোগির চাপ নেই।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্তের সংখ্যা মাত্র ৭ জন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় করোনাক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৭২ জনই আছে।
এর মধ্যে ওসমানীতে ১১৮ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৭৯ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২ জন সিলেট জেলার, ১জন মৌলভীবাজারের। বিভাগের বাকি দুই জেলায় কোনো রোগী শনাক্ত হননি। ৬০৫ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ১.১৬ ভাগ।
তিনি আরও জানান, সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে বর্তমানে ১০ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।