পীরগঞ্জে হামলা : হামলাকারীরা অধিকাংশই বহিরাগত, অপরিচিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২১, ৯:১৪:১৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : রংপুরের পীরগঞ্জে হামলায় অংশ নেওয়া দুই একজন ছাড়া বেশিরভাগই অপরিচিত ছিল বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এ ছাড়া হামলার আগে স্থানীয় মসজিদে মাইকিং এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে অভিযোগ করেন তারা।
এদিকে প্রশাসনের অভয়েও আতঙ্ক কাটেনি উপজেলার রামনাথপুর ইউনিয়নের সংখ্যালঘু তিনটি গ্রামে। হামলাকারীদের দেওয়া আগুনে সহায়-সম্বল হারা ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি নির্মাণের সরঞ্জাম, খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এক রাতে এলোমেলো হয়ে যাওয়া সংসার গোছানোর চেষ্টা করছেন তারা।
মঙ্গলবার বড়করিমপুর গ্রামের সইবা রানীর বাড়ির সবগুলো ঘর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছিন্ন-বিছিন্ন করা হয়েছে। দুর্বৃত্তরা রান্না ঘরের পুরোটা গুঁড়িয়ে দিয়েছে। আখিরা নদীর পাড়ে বিচ্ছিন্ন ওই বাড়িটিতে চলেছে তাণ্ডব। রাতে দুর্বৃত্তদের হাত থেকে জীবন বাঁচাতে বাড়ি থেকে পালিয়ে আখিরা নদীর ধারে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন পরিবারের সদস্যরা।
সইবা রানীর বাড়ির মতো বেশির ভাগ বাড়িতে হামলা করে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে তাঁবু দেওয়া হয়েছে। ঝড়-বৃষ্টির মাঝে সেখানে থাকছেন অধিকাংশ ক্ষতিগ্রস্ত। প্রশাসনের পক্ষ থেকে বড়করিমপুর মন্দিরের সামনে খাবার রান্না হচ্ছে। দু’দিন ধরে তিন বেলা রান্না করা খাবার সেখান থেকে বিতরণ করা হচ্ছে।
সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য সামগ্রী, কাপড় বিতরণ করা হয়। বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য রাশেক রহমানের পক্ষ থেকে অর্থ, খাবার বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুর জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, ঢেউটিন, মৎসজীবীদের মধ্যে জাল বিতরণ করেন।