‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা পাওয়ায় আহমেদ উস সামাদ চৌধুরী জেপিকে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২১, ২:১৪:১০ অপরাহ্ন
লণ্ডন অফিস : ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে সিক্সথ ফ্লোর প্রজেক্টের প্রধান ‘চ্যানেল এস’-র চেয়ারম্যান আহমেদ-উস-সামাদ চৌধুরী জেপিকে ব্রিটেনের ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা পাওয়ায় সংবর্ধনা দেয়া হয়।
জুম প্লাটফরমে ১৭ অক্টোবর বেলা বারোটায় ভার্চুয়াল এ সংবর্ধনা সভায় সভাপতিত্বে করেন হার্ট ফাউন্ডেশন সিলেটের এক্সিকিউটিভ মেম্বার ও ইউকে এডভাইজরি কমিটির সদস্য ড: ওয়ালী তছর উদ্দিন এমবিই। এফএনএইচএফএসের সেক্রেটারী ও সিলেট ইসি কমিটির মেম্বার মিছবাহ জামাল ও জয়েন্ট সেক্রেটারী মনসুর আহমদ খানের যৌথ পরিচালনায় শুরুতে পবিএ কোরআন থেকে তেলাওয়াত করেন স্থায়ী ডোনার সদস্য শেখ ফারুক আহমেদ।
সংবর্ধিত অতিথি আহমেদ উস সামাদ চৌধুরীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন এফএনএইচএফ এর সিনিওয়র ভাইস চেয়ারমান ডা: আলাউদ্দিন আহমেদ, ইউকে উপদেষ্টা কমিটির প্রেসিডেন্ট এম শামসুদ্দিন, উপদেষ্টা বোর্ড সদস্য বজলুর রশীদ এমবিই, সিলেট কেদ্রীয় কমিটির পাবলিসিটি সেক্রেটারী দৈনিক আলোকিত সিলেটে সম্পাদক আবু তালেব মুরাদ, ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারী এস আই আজাদ আলী।
সদস্যদের মধ্য থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন স্থায়ী ডোনার সদস্য ডা: সৈয়দ মুশতাক আহমেদ, স্থায়ী ডোনার সদস্য অহিদ উদ্দিন, স্থায়ী ডোনার সদস্য কবি সাংবাদিক আব্দুল মুকতার মুকিত, স্থায়ী ডোনার সদস্য ডা: চন্দন আবু সিনাহ আলম, ট্রেজারার আবদাল মিয়া, জয়েন্ট ট্রেজারার গোলাম রব্বানী রুহি আহাদ, বাংলাদেশ সেন্টারের সাবেক সেক্রেটারী মো: মুজিবুর রহমান, এফএনএইচএফএসের ভাইস ও স্থায়ী ডোনার সদস্য চেয়ারমান মোহাম্মদ ইছবাহ উদ্দিন, অনুপম নিউজ টোয়েন্টিফোর সম্পাদক ও স্থায়ী ডোনার সদস্য মুহিব উদ্দিন চৌধুরী, স্থায়ী ডোনার সদস্য ডা: ফারহানা মালিক, বার্মিংহাম জোনের প্রথম ডোনার শেখ জাবেদ রহমান চৌধুরী, মোহাম্মদ আজিজুর রহমান, মোছলেহ উদ্দিন আহমদ, কেনারী ওয়াফ কমিউনিটি বিষয়ক ডিরেক্টর ড: জাকির খান, শামীম আহমদ, রইছ আলী। এফএনএইচএফএসের ভাইস চেয়ারমান মানিক মিয়া এবং এফএনএইচএফএসের চেয়ারমান মাহমাদুর রশীদ টেলিফোনে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আহমেদ উস সামাদ চৌধুরীর জীবনী তুলে ধরতে গিয়ে ফ্রেন্ডস অফ হার্ট ফাউন্ডেশন অ ইউকের সেক্রেটারি মিছবাহ জামাল বলেন, উচ্চ মর্যাদার এ পুরস্কার বৃটেনের রাণী এলিজাবেথ দ্বিতীয় ও তার মা এলিজাবেথ প্রথম দুজনকেই দেয়া হয় । তাছাড়া বৃটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চাচিল, মার্গারেট থেচারসহ ডিউক অব ওয়েলিংটন, নেলসন মান্ডেলা, জওহরলাল নেহেরু আর্চ বিশপ অব কেন্টারবারী জাতিসংঘের প্রাক্তণ মহাসচিব কফি আনান এ পুরস্কার পেয়েছেন। তাই তার এ অর্জন আমাদের কমিউনিটির জন্যে খুবই গর্বের বিষয়।
পরিশেষে কমিউনিটির বিশিষ্ট বাক্তিত্ব ব্রিকলেন জামে মসজিদের সাবেক প্রেসিডেন্ট আলহাজ জিল্লুল হকের মৃতুতে গভীর শোক প্রকাশ করা হয় ও তার জন্য দোয়া পরিচালনা করেন শেখ ফারুক আহমদ।