মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদুন্নবি আগের মতো স্বাভাবিক মুসল্লিদের জন্যে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২১, ৮:২৯:৪৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : সৌদি আরবের মক্কার মসজিদ আল হারাম ও মদিনার মসজিদুন্নবি আজ ১৭ অক্টোবর থেকে কানায় কানায় পূর্ণ হয়ে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন। করোনার কারণে ২০২০ সালের মার্চ থেকে আরোপিত ১/২ মিটার দুরত্ব রক্ষার বিধি আজ থেকে শিথিল করা হয়েছে। তবে মুসল্লিরা মাস্ক পরে এ দুই বড় মসজিদে নামাজ আদায় করবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
গ্র্যান্ড মসজিদের বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল ড. সাদ বিন মোহাম্মদ আল-মুহাইমিদ বলেন, পরিকল্পনা অনুযায়ী মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করে যতটুকু ধারন ক্ষমতা আছে ততটুকু ভরে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন আজ থেকে।
করোনা সংক্রমণ শুরুর ১৮ মাসেরও বেশি সময় পর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, দেশটিতে করোনা সংক্রমণ উল্লেখযোগ্য হ্রাস পাওয়ায় এবং টিকা দেওয়া হার বাড়ায় রোববার (১৭ অক্টোবর) থেকে বিধিনিষেধ শিথিল করা হলো।
দেশটির সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, সাধারণ জনসমাগম হয় এমন যে কোনো স্থানে ভ্রমণের ক্ষেত্রে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব রক্ষা করা আর বাধ্যতামূলক থাকছে না।