যুক্তরাজ্যে করোনায় আরও ১৪৮ জনের মৃত্যু, শনাক্ত ৪৩,৪২৩
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২১, ১১:০২:০১ অপরাহ্ন
অনুপম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৫২৭ জনে।
একই সময়ে ৪৩ হাজার ৪২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮৪ লাখ ৪ হাজার ৪৬৯ জন।
শনিবার ১৬ অক্টোবর বিকেলে যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
শুক্রবার করোনায় দেশটিতে ১৪৫ জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত ছিল ৪৪ হাজার ৯৩২ জন ।
যুক্তরাজ্যে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার ৫০৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ৪৮৯ জন।