ব্রিটেনে শুক্রবার করোনায় ১৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৪৪,৯৩২
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২১, ১০:২২:৫৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক: ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৯৩২ জন।
বৃহস্পতিবার করোনায় ১৫৭ জনের মৃত্যু হয়েছিল। আক্রান্ত ছিল ৪৫ হাজার ৬৬ জন।
দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭৯ জনে এবং আক্রান্ত হয়েছেন ৮৩ লক্ষ ৬১ হাজার ৬৫১ জন।
ব্রিটেনে এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯৩ লক্ষ ৩৫ হাজার ১৫৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ৪ কোটি ৫২ লক্ষ ৯৭ হাজার ২৩১ জন।
শুক্রবার ১৫ অক্টোবর বিকেল ৪টায় ব্রিটেনের সরকারি ওয়েব সাইটে এই তথ্য প্রকাশ করা হয়।