আবদুল গাফফার চৌধুরী অসুস্থ, হাসপাতালে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২১, ৮:৫১:২২ অপরাহ্ন
লণ্ডন অফিস : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী অসুস্থ হয়ে ব্রিটেনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন গত ৮ অক্টোবর। এর আগে গত সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ তিনি লণ্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ৮৭ বছর বয়সী এই ভাষা সৈনিক নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসক জানিয়েছেন।
ব্রিটেন প্রবাসী তাঁর মেয়ে বিনীতা চৌধুরী অনুপম নিউজ টোয়েন্টিফোরকে জানান, নিউমোনিয়া আক্রান্ত তাঁর বাবার শ্বাসকষ্টের জটিলতা রয়েছে। তাঁকে অক্সিজেনের সহায়তা দেয়া হচ্ছিল গতকাল পর্যন্ত। ডাক্তার বলেছেন তিনি বিপদজনক অবস্থায় নেই, তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।
যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট এ সাংবাদিক স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন।