গোলাপগঞ্জ হেল্পিং হ্যাণ্ডস ইউকের হাউজ প্রজেক্ট : ৫ লাখ পাউন্ড সংগ্রহের লক্ষ্যমাত্রা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২১, ৩:২৮:০০ অপরাহ্ন
লণ্ডন অফিস : গোলাপগঞ্জ হেল্পিং হ্যাণ্ডস ইউকের নব নির্বাচিত কার্যকরী কমিটির সভা গত ৫ অক্টোবর অনুষ্ঠিত হয়। সভায় ইউকেতে ‘গোলাপগঞ্জ হেল্পিং হ্যাণ্ডস ইউকে’র নামে একটি নিজস্ব প্রপার্টি কেনার প্রস্তাব করা হলে বর্তমান এবং পূর্ববর্তী কমিটির নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে আশাতিরিক্ত সাড়া পাওয়া গেছে। সভায় উপস্থিত সকলের সাথে আলোচনার মাধ্যমে ৫ লাখ পাউণ্ড সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
সবাই এই সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একাত্মতা প্রকাশ করেছেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। ইতিমধ্যে অনেকেই স্বপ্রণোদিত হয়ে অর্থপ্রদানের আগ্রহ প্রকাশ করেছেন।
সভায় জানানো হয়, কয়েক ঘণ্টার মধ্যে বায়ান্ন হাজার পাউন্ড অনুদানের প্রতিশ্রুতি আদায় হয়েছে এবং খুব শীঘ্রই গোলাপগঞ্জ হেল্পিং হ্যাণ্ডসের পূর্ববর্তী কমিটির নেতৃবৃন্দ উপদেষ্টা ও শুভাকাঙ্খীদের নিয়ে একটি পরামর্শ সভার আয়োজন করে এবং সবার পরামর্শের ভিত্তিতে এই প্রজেক্টের পরিকল্পনা চূড়ান্ত করা হবে। এবং সাধারণ সদস্যদের সদস্যদের নিয়ে একটি সভা করে ক্রয় পরিকল্পনা চূড়ান্ত হবে। ১৩০০ সদস্যের এই সংগঠন সবার সহযোগিতায় অতি শীঘ্রই ৫ লাখ পাউণ্ড সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে বলে সভায় জানানো হয়।