খালেদা জিয়া বিকেলে হাসপাতালে যাচ্ছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২১, ১১:৩৯:৪৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি অবিচ্ছেদ্য অংশ। গণতন্ত্র এবং খালেদা জিয়া একে অপরের পরিপূরক। কিন্তু সেই নেত্রীকে অন্যায়ভাবে আটক করে রেখেছে বর্তমান এই দানব সরকার। তিনি অত্যন্ত অসুস্থ। আজ আবার তিনি হাসপাতালে যাবেন।’
পরে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘নিয়মিত চেকআপ-এর জন্য বিকেল ৩টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন বেগম খালেদা জিয়া।’
উল্লেখ, গত বছর ২৫ মার্চ কারামুক্তির পর থেকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় আছেন বেগম খালেদা জিয়া। সেখানে থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হন। এরপর পোস্ট কোভিড-১৯ জটিলতা নিয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে দীর্ঘদিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন খালেদা জিয়া। নিয়মিত চেকআপ-এর জন্য আজ আবার হাসপাতালে যাচ্ছেন তিনি।