লণ্ডনে নিখোঁজ হাফিজাকে পাওয়া গেছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২১, ১০:৩৩:২০ অপরাহ্ন
লণ্ডন অফিস : ৭ অক্টোবর থেকে লন্ডনে নিঁখোজ হওয়া স্কুল ছাত্রী হাফিজাকে পাওয়া গেছে। হাফিজার বড় বোন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি টুইট করে বলেছেন- ‘আলহামদুলিল্লাহ, আমাদের ছোট বোন হাফিজাকে পাওয়া গেছে। এ মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না, তবে আন্তরিক ধন্যবাদ যারা হাফিজাকে খুঁজে পেতে সহযোগিতা করেছেন।’
পূর্ব লন্ডনের ইস্টহামের বাসিন্দা স্ট্রাটফোর্ডের সারা বোনেল গার্লস স্কুলের ইয়ার টেনের ছাত্রী হাফিজাহ সামিরার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে গণমাধ্যমকে জানিয়েছেন সামিরার মা আফিয়া বেগম ও পিতা মাওলানা আবদুল করিম। সামিরার বয়স ১৪ বছর।
হারানোর সময় সামিরা কালো কোট পরিহিত ছিল। এ ছাড়া পায়ে ছিল কালো ফিতার বুট জুতা। তার উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। সামিরার পারিবারিক সূত্র জানিয়েছে, ৭ অক্টোবর বৃহস্পতিবার স্কুল শেষ করে আর বাড়ি ফিরে আসেনি সামিরা। তাকে সর্বশেষ টাওয়ার হ্যামলেটস এলাকায় দেখা যায়।
সামিরার নিখোঁজ সংবাদের বিষয়ে স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। যদি কোনো ব্যক্তি সামিরার সন্ধান পেয়ে থাকেন তাহলে ১০১ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।