তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২১, ৬:৫৬:১৯ অপরাহ্ন
লণ্ডন অফিস : তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয় আজ ১১ অক্টোবর বিকেলে লন্ডনের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে। সম্মেলনে সভাপতিত্ব করেন মোহাম্মদ আমির উদ্দিন সুনাম। সেক্রেটারি ফরহাদ হোসেন টিপুর পরিচালনায় পবিত্র কোরআন শরীফ তেলাওতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
বিগত কয়েক বছরের কার্যক্রম তুলে ধরেন বিগত কমিটির সেক্রেটারি ফরহাদ হোসেন টিপু এবং ট্রেজারার ডা. সফিক উদ্দিন বাংলাদেশ ও ইংল্যান্ডের ব্যাংকের সকল টাকার হিসাব উপস্থাপন করেন।
সম্মেলেন প্রশ্নত্তর পর্ব অঃশগ্রহণ করেনজাফর আহমদ দুলাল, সাইদুর রহমান, শামীম আহমদ নেহার, সামসুল হক এহিয়া, মোঃ আবুল হাই, আব্দুল হাকিম হাদী, আব্দুল মুকিত, মোঃ বাহার উদ্দিন, জাহাঙ্গীর সিদ্দিকী, মোস্তাক আহমেদ, ফাহিম আহমদ ।
পরে নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার ছিলেন হাজী সামসুল হক, আব্দুর রহমান আলী, লুৎফুর রহমান সায়াদ, বদরুল হক, মোহাম্মদ সাদ উদ্দিন।
নতুন কমিটির নির্বাচিতরা হলেন সভাপতি- আকরম আলী এমাদ, সেক্রেটারি- আতাউর রহমান আবু, ট্রেজারার- মোঃ জাহাঙ্গীর সিদ্দিকী, সহসভাপতি – ফরহাদ হোসেন টিপু, ডা . সফিক উদ্দিন, আব্দুল হাকিম হাদী, শাহাজাহান আহমদ। সহ-সেক্রেটারি- শামীম হাসান নেহার, কবির উদ্দিন, জুবের আহমদ,সহ-ট্রেজারার মো: বাহার উদ্দিন, অরগানাইজেশন সেক্রেটারি- নাছির উদ্দিন আহমেদ ফয়সল,
সহ অরগানাইজেশন সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, প্রেস এন্ড পাবলিসিটি সম্পাদক : সাইদুর রহমান, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি- মো: শিব্বির আহমদ, অফিস সেক্রেটারি- মো: তারেক আহমদ, ইয়ুথ এন্ড স্পোর্টস সেক্রেটারি আব্দুল কালাম। তাছাড়া নির্বাচিত নির্বাহী কমিটির সদস্যবৃন্দ হলেন, মামুনুর রশিদ, সামসুল হক এহিয়া, ময়নুল ইসলাম, আব্দুল মুকিত, আব্দুল আলিম।
অনুষ্ঠানের শেষে করোনাকালসহ সকল মৃতের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।