স্থায়ী জামিন পেয়েছেন পরীমনি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২১, ৫:১১:৫২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : মাদক মামলায় স্থায়ী জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। আজ বেলা আড়াইটায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এরআগে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। পরীমনির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী স্থায়ী জামিনের আবেদন করেন। আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, আমরা জামিনের স্থায়ী পিটিশন চেয়ে শুনানি করি। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করছে।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।