স্থায়ী জামিনের আবেদন করেছেন পরীমনি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২১, ১:৫২:৪৫ অপরাহ্ন
সিলেট অফিস : স্থায়ী জামিন চেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। মাদক মামলায় জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ আদালতে স্থায়ী জামিনের আবেদন করেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। দুপুর আড়াইটায় ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে পরীমনির উপস্থিতিতে এ বিষয় শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমনির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব। পরদিন ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
এরপর ৩ দফায় মোট ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমনিকে। প্রথম দফায় ৫ আগস্ট ৪ দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট ২ দিন এবং ৩য় দফায় ১৯ আগস্ট ১ দিনের রিমান্ড মঞ্জুর হয় তার। এরপর ৩১শে আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন।
১লা সেপ্টেম্বর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।