ফ্রান্সের গির্জাগুলো যৌন নিপীড়নের প্রতিষ্ঠান, গবেষণায় প্রকাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২১, ৩:৫২:২৬ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক : ফ্রান্সের গীর্জাগুলোতে গত ৭০ বছরের হিসাব মোতাবেক সবচেয়ে বেশি শিশু যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। গবেষণায় পাওয়া গেছে ২ লাখ ১৬ হাজার কেস।
চার্চে যৌন নির্যাতনের বিষয়ে স্বাধীন কমিশন (সিআইএএসই) আড়াই বছর ধরে গবেষণা কাজের পর গতকাল বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে। এ গবেষণা রিপোর্ট দেখে ফরাসিরা অবাক।
এই মামলায় কাজ করা একুশজন বিশেষজ্ঞ গির্জায় যৌন নির্যাতনের একটি ভয়াবহ চিত্র উপস্থাপন করেছেন। এ বিষয়টি নিয়ে বছরের পর বছর ধরে বাদপ্রতিবাদ হয়ে আসছিল।
ফ্রান্সের বিশপস কনফারেন্স (সিইএফ) এবং জাতীয় ধর্মসভা সম্মেলন (সিওআরআরইএফ) এর অনুরোধে প্রস্তুত করা ২,৫০০ পৃষ্ঠার প্রতিবেদনটি চার্চের আর্কাইভ, ভুক্তভোগীদের সাক্ষাৎকার এবং মিডিয়া কভারেজের উপর ভিত্তি করে তৈরি।
গবেষণাটি দেখিয়েছে, পারিবারিক পরিমণ্ডলের বাইরে সবচেয়ে বেশি যৌন নিপীড়ন হয় ফ্রান্সের গির্জাগুলোতে। বিশেষত, নিপীড়িত ৮০ শতাংশ ১০-১৩ বছরের শিশু ।