দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহকসংখ্যা ১১ কোটি ৫৪ লাখ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২১, ১১:৫৮:৪৭ অপরাহ্ন
সিলেট অফিস : দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহকসংখ্যা ১১ কোটি ৫৪ লাখে পৌঁছেছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি’র প্রকাশিত আগস্ট মাসের প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।
বিটিআরসির সর্বশেষ হিসাবে, আগস্ট মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহকসংখ্যা ১১ কোটি ৫৪ লাখ ১০ হাজারে পৌঁছেছে। জুলাইয়ে এই সংখ্যা ছিল ১১ কোটি ৩৬ লাখ ৯০ হাজার।
সম্প্রতি বিটিআরসি জানিয়েছে, দেশের মোবাইল ফোন অপারেটরগুলো নতুন ১৭ লাখ ২০ হাজার ইন্টারনেট গ্রাহক পেয়েছে।
আগস্টে দেশে মোট মোবাইল ফোন গ্রাহকসংখ্যা ছিল ১৭ কোটি ৮৬ লাখ ১০ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক আট কোটি ৩১ লাখ ৮০ হাজার, রবির পাঁচ কোটি ২২ লাখ ৬০ হাজার, বাংলালিংকের তিন কোটি ৬৯ লাখ এবং টেলিটকের ৬২ লাখ ৭০ হাজার সংযোগ রয়েছে।