ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বিশ্বব্যাপী ডাউন, ৬ ঘণ্টা পর সচল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২১, ১০:২৪:৩০ অপরাহ্ন
সিলেট অফিস : বিশ্বের বিভিন্ন অংশে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকের সার্ভার ডাউন হয়েছে। সোমবার সন্ধ্যায় ব্যবহারকারীরা এই ডাউনের কথা জানান। বাংলাদেশে রাত সাড়ে নয়টা থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত এ তিনটি মাধ্যম অচল ছিল।
বিশ্বজুড়ে টানা ৬ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।
এ বিষয়ে ফেসবুক ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছে, ‘দুঃখিত, কিছু ত্রুটি হয়েছে। আমরা এটি নিয়ে কাজ করছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি ঠিক করে নেব।’ খবর এনডিটিভির।
বাংলাদেশেও ব্যবহারকারীরা জানিয়েছেন মোবাইল, কম্পিউটার থেকে এসব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। ব্যবহারকারীরা তাদের ফেসবুক পেজে প্রবেশের পর এরর বা ব্রাউজার কানেক্ট হচ্ছে না।
ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারী এখন ২৯০ কোটি। অর্থাৎ বিশ্বব্যাপী এই পরিমাণ অ্যাকাউন্ট থেকে মাসে একবার হলেও ফেসবুকে লগইন করা হয়। এই ব্যবহারকারীদের ৪ কোটি ৮০ লাখের বাস বাংলাদেশে।




