করোনায় দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যানের ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২১, ৭:১০:৪৯ অপরাহ্ন
সংবাদদাতা : সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
আজ বৃহস্পতিবার বেলা ৩ টা ২০ মিনিটে সিলেটের শহীদ শামসুুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডা. আব্দুর রহিমের মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, ডা. আব্দুর রহিম ১৯৮৫ সালে জাতীয় পার্টি থেকে দোয়ারাবাজার উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। বিগত নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে দ্বিতীয়বার চেয়ারম্যান হন তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতে শরণার্থী ক্যাম্পে অবস্থান করা বাংলাদেশীদের চিকিৎসাসেবা প্রদান করেন এই বীর মুক্তিযোদ্ধা।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী প্রমুখ।