যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুঃখ প্রকাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২১, ৮:৪২:৩৪ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র: নিউইয়র্কে উডসাইডের কুইন্স প্যালেসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাসী নাগরিক সংবর্ধনা প্রস্তুতি বিষয়ে গত ২২ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে অনভিপ্রেত ঘটনার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আন্তরিক দুঃখ প্রকাশ করছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় নেতা সংসদ সসদ্য ড. আব্দুস সোবহান গোলাপের আহ্বান উপেক্ষা করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এর সৌন্দর্যহানি করেছে তাদের কর্মকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের কাছে উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার প্রতিশ্রুতি দিচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
উল্লেখ্য, কুইন্স প্যালেসে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় নেতা-কর্মীদের হাতে সাংবাদিক ফরিদ আলম লাঞ্ছিত হন। উপস্থিত সাংবাদিকরা তাৎক্ষণিক প্রতিবাদ জানানো ছাড়াও গত ২৩ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক সাংবাদিক সমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশ করেন।


