সৌদিতে পৌনে ৬ লাখ বিদেশি কর্মী কমে গেল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৪:১৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : বিদেশি কর্মীর সংখ্যা সৌদি আরবে সরকারি-বেসরকারি খাতে কমে গেছে ৫ লাখ ৭১ হাজার যা ৮ দশমিক ৫২ শতাংশ। ২০২০ সালের জুন থেকে চলতি বছরের জুনের মধ্যে চাকরি হারিয়েছেন এই বিপুলসংখ্যক কর্মী।
সৌদি আরবের পরিসংখ্যান ও বিমা কর্তৃপক্ষের তথ্য মতে, ২০২০ সালে জুনের শেষে দেশটিতে বিদেশি কর্মী ছিল ৬৭ লাখ। চলতি বছরের জুনে তা কমে দাঁড়ায় ৬১ লাখে। ঐ একই সময়ের ব্যবধানে মধ্যপ্রাচ্যের দেশটিতে সামাজিক বিমা ব্যবস্থার আওতায় থাকা সরকারি-বেসরকারি খাতে কর্মরত সৌদি ও বিদেশি নাগরিকের সংখ্যা কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ ২০২০ সালের জুনে এ ধরনের ৮৭ লাখ কর্মী থাকলেও এক বছরে তা কমে দাঁড়িয়েছে ৮২ লাখে।
এ বছরের জুনে সরকারি-বেসরকারি খাতে কর্মরত সামাজিক বিমা গ্রহণকারী সৌদি নাগরিকদের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজারে। গত বছর একই সময়ে এর সংখ্যা ছিল ১৯ লাখ ৪০ হাজার। গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে সৌদির সামাজিক বিমা গ্রহণকারী বিদেশির সংখ্যা কমেছে ৩ দশমিক ১২ শতাংশ বা ১ লাখ ৯৭ হাজার ৭৪৫ জন। সেই তুলনায় সৌদি গ্রাহক কমার সংখ্যা ৬২ হাজার ৫৮৩ জন বা ২ দশমিক ৩৪ শতাংশ।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির শ্রমবাজারে নতুন করে প্রবেশ করেছেন ১ লাখ ২৩ হাজার ৯৫১ জন সৌদি নাগরিক। অর্থাৎ, গত বছরের তুলনায় তা একলাফে ৬ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।