দিল্লির আদালতে আইনজীবির বেশে জিতেন্দ্র গোগিকে হত্যা, মোট নিহত ৩
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২১, ৭:২১:৪১ অপরাহ্ন
আদালতকক্ষে নিহত আইনজীবির পোশাক পরা আততায়ী
অনুপম নিউজ ডেস্ক : কুখ্যাত সন্ত্রাসী, বহু মামলার আসামি জিতেন্দ্র গোগিকে হত্যা করা হয়েছে দিল্লির আদালত কক্ষে। খুনি দুজন আইনজীবির পোশাক পরে আদালতে ঢুকে জিতেন্দ্রকে গুলি করে মাটিতে ফেলে দিতেই পুলিশ হামলাকারি দুজনকে গুলি করে হত্যা করে। আজ শুক্রবার দুপুরে উত্তর দিল্লির রোহিণীতে আদালতকক্ষে এ ঘটনা ঘটে। খবর- এশিয়ানেট ও টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, এক মামলায় আদালতে আনা হয়েছিল দিল্লির কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীকে। এ সময় দুইজন সন্ত্রাসী আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করে। পরে আদালতকক্ষেই বিরোধী গ্রুপের সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যায় গোগী। এ সময় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীদের দু’জন নিহত হয়েছেন।
গত এপ্রিলে জিতেন্দ্র গোগীকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। সন্ত্রাসী গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেন, আইনজীবীর পোশাক পরে বন্দুকধারীরা আদালতের মধ্যেই গোগীর ওপর গুলি চালায়। তারপর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।