সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডঃ ফয়জুল ইসলামের ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১:৩৯:১২ অপরাহ্ন
লন্ডন অফিস: বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা বিশিষ্ট লেখক ও চিকিৎসক, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাক্তার ফয়জুল ইসলাম ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে লন্ডনের নিউহাম হাসপাতালে ৬.১২ মিনিটে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৮। তিনি দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম ডাক্তার ফয়জুল ইসলাম বিয়ানীবাজার উপজেলার লাউতা বাউরভাগ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
উল্লেখ্য মরহুম ডাক্তার ফয়জুল ইসলাম ১৯৭০ সাল থেকে সিলেটের ঐতিহ্যবাহী এমপি কলেজে ছাত্র থাকাকালীন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৭৫ পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার প্রথম যুগ্ম আহ্বায়ক এবং ১৯৭৭ সালে বৃহত্তর সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।
ডাক্তার ফয়জুল ১৯৮০ সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী লাভ করেন।
মরহুম ডাক্তার ফয়জুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ মিশিগানের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা খালেদ আহমদ এবং সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য, সিলেট চেম্বারের সহ-সভাপতি তাহমিন আহমেদ এর ভগ্নিপতি।

