প্রশ্ন তথ্যমন্ত্রীর : সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব কেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২১, ৪:১৪:১৬ অপরাহ্ন
সিলেট অফিস : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার যে কারও ব্যাংক হিসাব তলব করতে পারে। এমপিদেরও ব্যাংক হিসাব তলব করা হয়, রাজনীতিবিদদের তলব করা হয়, ব্যবসায়ীদের তলব করা হয়। কিন্তু সাংবাদিক নেতাদের বেলায় কেন করা হলো, সেটি আমার কাছে একটি বড় প্রশ্ন। আমি মনে করি, এতে উদ্বেগের কোনো কারণ নেই। কেননা যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাদের আমি চিনি এবং জানি।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ সব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের খবরটি আমি পত্রিকায় দেখেছি। আমিও খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করেছি কেন এটি হলো?’
সাংবাদিকদের সমস্যার কথা ধৈর্য সহকারে শোনার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ‘আমাকে যেমন সরকারের প্রতিনিধিত্ব করতে হচ্ছে তেমনি আমি আপনাদেরও প্রতিনিধি। দুই জায়গারই প্রতিনিধি আমি। সুতরাং আপনাদের স্বার্থটা দেখা আমার দায়িত্ব বলে মনে করি।’
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাংলাদেশের সমস্ত মানুষের ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্য দাবি করে মন্ত্রী বলেন, ‘এ ধরনের আইন ভারতে আছে। এ ধরনের আইন পাকিস্তানে আছে। যে ধারাগুলো নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়, সেই একই ধরনের ধারা ভারতের আইনে এবং পাকিস্তানের আইনে আছে। এর চেয়ে কঠিন ধারা অস্ট্রেলিয়ার আইনে আছে, এর চেয়ে কঠিন ধারা সিঙ্গাপুরের আইনে আছে। ইউরোপিয়ান ইউনিয়নের ফ্রেম অব ল’তে আছে সেটার আলোকে ফ্রান্সে-জার্মানিতে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে একই ধরনের আইন করা হয়েছে। কারণ আগে তো ডিজিটাল বিষয়টা ছিল না।’
মন্ত্রী বলেন, ‘একজন সাংবাদিকের চরিত্র হরণ করা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ডিজিটাল মাধ্যমে তাহলে ভুক্তভোগী কোন আইনে প্রতিকার পাবেন? একজন গৃহিণীর চরিত্র হরণ করা হলে; তার বিরুদ্ধে যদি অহেতুক লেখা হয়, তাহলে তিনি কোন আইনে প্রতিকার পাবেন? সে জন্য তো একটি আইন দরকার।’