যুক্তরাজ্যে প্রবেশে বাংলাদেশিদের জন্য রেড অ্যালার্ট একটি বৈষম্য : পররাষ্ট্রমন্ত্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৩১:১৭ অপরাহ্ন
সিলেট অফিস : ‘‘২৪ কোটি টিকা আমাদের লাইনআপে আছে। ২ কোটি ২২ লাখ মানুষ ইতোমধ্যেই টিকা পেয়েছেন। তবুও যুক্তরাজ্যে প্রবেশে বাংলাদেশিদের জন্য যে রেড অ্যালার্ট তা আমাদের প্রতি একটি বৈষম্য’’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, আমাদের টিকা দেয়ার অগ্রগতি কোনোভাবেই খারাপ নয়। তবুও যুক্তরাজ্য বলছে, আমাদের জনগণ টিকা কম দিয়েছে বলে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। তবে আমাদের চেয়ে অনেক দেশ টিকা কম দিয়েছে। তাদের কেন রেড অ্যালার্ট দেওয়া হয়নি।
যুক্তরাজ্যে বাংলাদেশিদের প্রবেশে দেশটির সরকারের রেড অ্যালার্ট প্রত্যাহার হচ্ছে না, বিষয়টিকে পলিটিক্যাল ইস্যু বলে মনে করেন কিনা—এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, হতে পারে। তা না হলে, কেন তারা সেটা প্রত্যাহার করছে না।