আরও ৫ জন মারা গেছেন সিলেটে করোনায়, নতুন শনাক্ত ৪৯, সুস্থ হয়েছেন ৭৫ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২১, ৩:১৩:৪৪ অপরাহ্ন
সিলেট অফিস : গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৯ জনের। নতুন ৫ জনসহ বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৯। আর এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ৯২৬ জন।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ৪৯ জনের মধ্যে ৪৫ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার ১ জন করে তিনজন রয়েছেন।
বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ৯২৬ জনের মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ২১১ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১৯৬ জন, হবিগঞ্জে ৬ হাজার ৫৬৬ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৯৫২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ৭৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৫২ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের ১৯ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার ৪ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৫ ব্যক্তির সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১২৯ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৩৮ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।