মালয়েশিয়ায় ১৫ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২১, ১২:২০:২৭ অপরাহ্ন
বেননেটং অপারেশনে গ্রেফতার হওয়া অবৈধ অভিবাসী। ফাইল ছবি।
আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ায় ১৫ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার করা হয়েছে।
গত বছরের মে মাসে চালু হওয়া অপারেশন বেনটেং এর অধীনে মোট ১৫,৭৫৪ জন অবৈধ অভিবাসী, ১,১৪৮ জন নৌকা চালক এবং ৭৮১ চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হিশামুদ্দিন হুসেইন এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেন, ৭ সেপ্টেম্বর পর্যন্ত আটক হওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে ২,২৩২ জনকে সশস্ত্র বাহিনী, পুলিশ এবং মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) সহ ১৯ টি সংস্থার সমন্বিত অভিযানে এদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার হিশামুদ্দিন তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ২,৩৮১ টি স্থল যানবাহন এবং ৫৪০ টি জাহাজ/নৌকাও জব্দ করা হয়েছে।
অপারেশন বেনটেং-এর মূল লক্ষ্য অনুসারে, তিনি বলেন, সশস্ত্র বাহিনী অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে, পাশাপাশি কোভিড -১৯ এর বিস্তার রোধে দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করতে ১৯ টি সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।