আফগানিস্তান : তীব্র লড়াই চলছে পাঞ্জশিরে, মাসুদ বাহিনী তালেবানের হাতে দিতে চায় না উপত্যকাটি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৬:৩৭ অপরাহ্ন
পাঞ্জশির প্রদেশে তালেবান বিরোধী প্রতিরোধ বাহিনীর কমান্ডার আহমেদ মাসুদ।
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : পাঞ্জশিরে তীব্র লড়াই চলছে তালেবান ও আহমেদ মাসুদের বাহিনীর মধ্যে। উপত্যকাটিকে তালেবানের হাত থেকে বাঁচানোর অঙ্গীকার করেছেন আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে তালেবান বিরোধী প্রতিরোধ বাহিনীর কমান্ডার আহমেদ মাসুদ। শনিবার এমন খবর দিয়েছে দেশটির স্থানীয় কয়েকটি গণমাধ্যম।
দেশটির খামা প্রেস নামে একটি গণমাধ্যম জানিয়েছে, আহমেদ মাসুদ বলেন, এই ন্যায়বিচার এবং স্বাধীনতার জন্য তিনি তার প্রতিরোধ কখনোই বন্ধ করবেন না। পাঞ্জশিরে প্রতিরোধ এবং আফগানিস্তানে নারীদের অধিকারের প্রতিবাদ ইঙ্গিত দেয় যে আফগানরা তাদের বৈধ অধিকারের জন্য কখনই হাল ছাড়বে না।
পাঞ্জশিরে তালেবান এবং প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে আশেপাশের এলাকা ছেড়ে পালাচ্ছে বেসামরিক মানুষ। পার্শ্ববর্তী পারওয়ান প্রদেশের বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিনের তীব্র লড়াইয়ের কারণে তাদের জীবনযাপন কঠিন হয়ে উঠেছে।
আফগান যুদ্ধের বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গেছে নারী ও শিশুরা আশেপাশের এলাকায় পালিয়ে গেলেও বাড়িতে থেকে গেছে প্রাপ্তবয়স্ক পুরুষেরা। পাঞ্জশিরের ক্ষেত্রে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকর ও কাবুলে পালিয়েছে বেশিরভাগ নারী ও শিশু।
বুধবার, খামা প্রেস তাদের প্রতিবেদনে জানিয়েছে, তালেবানের শীর্ষ একজন নেতা আমির খান মোতাকি পাঞ্জশির উপত্যকার বাসিন্দাদের অস্ত্র সমপর্ণের আহ্বান জানিয়েছেন। কিন্তু সেখানকার স্থানীয় বিদ্রোহীরা তাতে সাড়া দিয়েছেন এমন কোন ইঙ্গিত পাওয়া যায়নি।
মিলিশিয়া যোদ্ধা এবং আফগান নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যদের নিয়ে গঠিত পাঞ্জশিরের এই ন্যাশনাল রেজিসট্যান্স ফ্রন্ট। এই উপত্যকার কিংবদন্তী যোদ্ধা আহমাদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ এই ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন।