সিলেট-৩ উপনির্বাচন : জাপা প্রার্থী আতিক নিজের কেন্দ্রে ভোট দিতে পারেননি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২১, ৪:০৩:৫০ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী আতিকুর রহমান আতিক নিজ কেন্দ্রে উপস্থিত হয়েও ভোট দিতে পারেননি ।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের রেবতী রমণ উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে যান আতিক।
এ সময় নিজের আঙ্গুলের ছাপ আসছিল না ভোটিং মেশিনে। তাই ভোট দিতে পারেননি তিনি।
পরে আতিকুর রহমান বলেন, আমি ভোট দিতে পারিনি ইভিএম মেশিনে ত্রুটির কারণে। এভাবে অনেকে ভোট দিতে না পেরে ফিরে যাচ্ছেন।
তিনি বলেন, কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে এটা ঠিক করতে বলেছি। এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দেওয়া হবে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাসুদ রানা বলেন, ইভিএম মেশিনে কিছুটা সমস্যা হয়েছিল। আঙ্গুলের ছাপ আসছিল না। তবে, সমস্যার সমাধানের চেষ্টা করছি।
এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টায় নেতাকর্মীদের নিয়ে তিনি দক্ষিণ সুরমার কামালবাজারের ধরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। এ সময় হাবিবের সঙ্গে তার স্ত্রীও ভোট দেন।
ভোট দেওয়া শেষে কেন্দ্র থেকে বেরিয়ে নেতাকর্মীদের নিয়ে বিজয় চিহ্ন প্রদর্শন করেন তিনি। এ সময় নিজের বিজয়ে আশাবাদ ব্যক্ত করেন এই আওয়ামী লীগ প্রার্থী।
আর বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী নিজের কেন্দ্র দাউদপুরের গৌছ উদ্দিন সিনিয়র আলীম মাদরাসা কেন্দ্রে ভোট দিয়েছেন বলে জানা গেছে।




