বাংলাদেশ-ভারত ফ্লাইট ৩ সেপ্টেম্বর থেকে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২১, ৯:১০:৪৩ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি : বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর। এ ব্যাপারে বাংলাদেশের প্রস্তাবে সম্মতি দিয়েছে ভারত। এয়ার বাবল চুক্তির আওতায় এই সিদ্ধান্ত হয়।
করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ-ভারতের মধ্যে দীর্ঘদিন ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এটি চালুর ব্যাপারে সম্প্রতি ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষ। এতে সাড়া দিয়ে ভারত ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুতে সম্মতি দেয়।
বেবিচক সূত্র জানিয়েছে, ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের কর্মকর্তা অনুপ পান্ট স্বাক্ষরিত একটি চিঠি শনিবার বেবিচকে এসে পৌঁছেছে। তবে এই এয়ার বাবল চুক্তির আওতায় পর্যটন ভিসায় ভারতে প্রবেশ করা যাবে না। এছাড়া বাংলাদেশ থেকে যারা ভারতে যাবেন, তাদের নিজ খরচে ভারতের বিমানবন্দরে করোনা টেস্ট করাতে হবে।
দেশটি তাদের তিনটি এয়ারলাইন্সকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এদিকে ভারতের পক্ষ থেকেও বেবিচককে এয়ার বাবলের আওতায় সব ধরনের ফ্লাইটের স্থগিতাদেশ তুলে নিতে অনুরোধ জানানো হয়েছে। এক্ষেত্রে বেবিচক সম্মতি দিলেই বাংলাদেশ-ভারত রুটে ফ্লাইট চলাচল শুরু হবে।