ব্রিটেনে এক সপ্তাহে করোনায় ৭৮৫ জনের মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২১, ১১:৩৭:২১ অপরাহ্ন
লন্ডন অফিস: ব্রিটেনে গত এক সপ্তাহে ৭৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। পুরো সপ্তাহজুড়ে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ২,৩৫,৯৮৫।
আর গত ২৪ ঘন্টায় ব্রিটেনে আরও ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৭৬ জন।
নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৪০৬ জন। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ৬৬ লাখ ৯৮ হাজার ৪৮৬ জন।
গতকাল শুক্রবার করোনায় মৃত্যু হয়েছিল ১০০ ও বৃহস্পতিবার ১৪০ জনের। শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ৩৮ হাজার ৪৬ জন ও বৃহস্পতিবার ৩৮ হাজার ২৮১ জন।
ব্রিটেনে এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৭৯ লক্ষ ৫৮ হাজার ৯২৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ৪ কোটি ২৫ লক্ষ ৭ হাজার ৬০১ জন।